Status

শুকনো ফুলের কলি

শুঁকিয়ে গিয়েছে ফুলগুলি মোর রয়েছে পড়ে ফুলদানি,
চৈত্রে পোড়ে ঝরেছে পাতা, ঠায় দাঁড়িয়ে গাছ খানি।

শুক্লা তিথির অস্ত কালে আজি পূর্ণিমার ঝলকানি,
ভালো লাগা সব গেছে হারিয়ে ক্লান্ত অলস এ মন খানি।

ভরা জোৎস্না করে টলমল রূপেতে ভীষণ ঝলকানি,
তাহার আলোয় মন ভুলেনা, দেয়না আজ আর উস্কানি।

আপনার মন্তব্য

মন্তব্য