Quote

অবহেলার দান

কোন একদিন, অবহেলা দিয়েছ যত পাঠাবো ফেরত,
কড়ায়-গন্ডায় দ্বিগুন করিয়া সব তোমারই মারফত।

দেখবে সেদিন সাগর অতল পানিও তৃষ্ণায় থর থর কাঁপবে,
অক্সিজেনও ভুগবে নিদারুণ এক শ্বাসকষ্টে আমার অভিশাপে।

ক্ষুধা, জ্বালা, অপমান, অবহেলা আর ঘৃণায় রাশভারী মর্মকষ্টে,
মেনে কি নেবে আমার মত সব, যাহা আছে কপালের অদৃষ্টে?

(সংক্ষেপিত)

আপনার মন্তব্য

মন্তব্য