এখন কোন কিছুই আর আমায় তেমন ভাবায় না।
না ঝরে যাওয়া ফুলেদের অভিমান,
না কবি মনে প্রেমিকার গুণগান।
না বর্ষায় হিজলের মাতাল ঘ্রাণ,
না কোকিলের অযথা কলতান।
এখন কোন কিছুই আর আমায় তেমন জাগায় না।
না তোমার যতশত অ-ভালোবাসা,
না ভুলভাল মরীচিকার মিছে আশা।
না তোমার ফিরে আর না-তাকানো,
না ফেলে আসা অবহেলার অনুশুচনা।
এখন তো আর কোন কিছুই আমায় তেমন কাঁদায় না…