আবার তুমি আসবে কবে?
হাস্নাহেনার মাতাল ঘ্রাণে, শুক্লা তিথির শ্মশান প্রাণে, ঝিঁঝিঁ পোকার কলরবে?
বলো, আমার তুমি আসবে কবে?
ধোলুই ভরা মরুরবুকে, দূর নীলিমার ঈশান কোণে, বৃষ্টির দেখা পাবে যবে?
বলো, বলো আবার আসবে কবে?
অভিশারের ক্রান্তি কালে, চোখের উপর হাতটি ধরে, ওষ্ঠপাড়ের চৈত্র রেখা আবার তুমি ভিজিয়ে দেবে?