দগ্ধ ভারী অনিল

দুঃখীর ঘরে বিষাদের বাসা, নিত্য নতুন ভোরে,
পুরোনো শোকের নতুন প্রলাপ সইবো কেমন করে?

তপ্ত মরু, স্তব্ধ পিরামিড, ঈশান ধেয়ে আসা দগ্ধ ভারী অনিল,
তিলে তিলে জমা ঘৃণার তেজস্ক্রিয়তা, হৃদয় আজ শ্মশান চেরনোবিল।

কত? আর কত? বলো,
ঠিক কত খানি উত্তাপে ওই সূর্য পুড়ে যায়?
আর কতটুক অবহেলা পেলে নজরুল হওয়া যায়?

আপনার মন্তব্য

মন্তব্য