আর যদি না আসি ফিরে,
সবুজ ঘেরা তোদের নীরে।
ঘাস ফড়িংয়ের সঙ্গ দিতে,
শাপলা গোলাপ পদ্ম নিতে।
শিশির ভেজা ধানের শীষে,
তুলসী মলার গন্ধে মিশে।
আর যদি না আসি ফিরে,
পাড়ার ছেলের দলে ভিড়ে।
খেলার মাঠের সঙ্গী হয়ে,
ডেঙ্গি নায়ের বৈঠা বয়ে।
ফিরতে বাড়ি সাঁঝের বেলায়,
খেলা শেষে হেলায় ফেলায়।
ভুলবি কি তাই বন্ধু আমায়,
আর যদি না ফিরে তাকায়?